অনলাইন ডেস্ক :
আগামী বৃহস্পতিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামছে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’-এর তৃতীয় আসরের। এ উপলক্ষে সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পদক বিতরণের পাশাপাশি থাকছে ‘তারুণ্যের বাংলাদেশ কনসার্ট’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই কনসার্টে গাইবেন নন্দিত কণ্ঠশিল্পী জেমস। পাশাপাশি বিজয়ী তিন তরুণ ব্যান্ড এই মঞ্চে পারফর্ম করার সুযোগ পাচ্ছে বলেও আয়োজকরা জানান। তাঁরা আরও জানান, আগামী বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’-এর সমাপনী আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাপনী ও পদক বিতরণ অনুষ্ঠান শেষে থাকছে জেমস এবং দেশের সেরা পারফর্মারদের নিয়ে আয়োজিত তারুণ্যের বাংলাদেশ কনসার্ট। জেমস জানান, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা হয় তারুণ্যের শক্তি ও প্রতিভাকে। তাই ‘তারুণ্যের বাংলাদেশ কনসার্টে’ সংগীতের মূর্ছনায় থাকবে তারুণ্যেরই জয়গান। এদিকে দেশ-বিদেশের কনসার্টের পাশাপাশি জেমস এখন ব্যস্ত আছেন তাঁর নতুন গানের আয়োজন নিয়ে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ