November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 14th, 2021, 8:32 pm

তালেবানকে নতুন মসজিদ ও কূপ দান করল চীন

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইউ সোমবার কাবুলে তালেবানের বিচার মন্ত্রণালয়ের জন্য একটি মসজিদ এবং দু’টি কূপ নির্মাণের জন্য চীন-অর্থায়নকৃত প্রকল্পের উদ্বোধন করেছেন। জিনহুয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় ওয়াং ইউ বলেছেন- দুই দেশ পাহাড় ও নদী দ্বারা সংযুক্ত অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশী। দুই দেশের জনগণ দীর্ঘ মেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে। চীনা রাষ্ট্রদূত আরো বলেছেন, চীন ‘আফগানিস্তানে শান্তি, প্রগতি, সমৃদ্ধি এবং ভালো-প্রতিবেশীত্বের প্রাথমিক উপলব্ধির জন্য আন্তরিকভাবে প্রত্যাশা করে এবং সেই বিষয়গুলো প্রচার করে।’ তালেবানের মুখপাত্রদের প্রধান জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ইসলামি রাষ্ট্র আফগানিস্তানে সাহায্য পাঠানোর জন্য চীনকে ধন্যবাদ। প্রতিবেশী দেশের সাথে বিশ্বস্ত সম্পর্ক রাখতে চাই আমরা। তিনি আরো বলেছেন, তালেবান প্রশাসন চীনা কূটনীতিক এবং বিনিয়োগকারীদের নিরাপত্তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। সূত্র: জিসিআর।