অনলাইন ডেস্ক :
মারা যাওয়ার গুজবের মধ্যেই জনসমক্ষে হাজির হয়েছেন তালেবান প্রধান হায়বাতুল্লাহ আখুন্দজাদা। ফলে তার মৃত্যু নিয়ে যে ব্যাপক গুজব ছড়িয়ে পড়েছিল তা মিথ্যা প্রমাণিত হলো বলে গতকাল রোববার দাবি করেছেন তালেবান সূত্রগুলো। তারা বলেছেন, দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে তিনি জনসমক্ষে বেরিয়ে এসেছিলেন। এমন ঘটনা বিরল। কারণ, তার দল ক্ষমতা দখলের পরও তিনি অন্তরালে থাকাকেই পছন্দ করেন। চাইলে তিনি ক্ষমতায় কোনো পদে বসতে পারতেন। কিন্তু তা না করে তিনি একান্তে নিজের মতো অবস্থান নিয়ে নিরাপদে আছেন। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, আখুন্দজাদা তালেবানদের সবচেয়ে বিশ্বস্ত নেতা বা আমিরুল মুমিনীন বলে পরিচিত। সূত্র বলেছে, তিনি গত শনিবার কান্দাহারে অবস্থিত ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম হাকিমিয়া পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তালেবানের এক সিনিয়র নেতা। তিনিই রয়টার্সকে এসব তথ্য দিয়েছেন। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সেনা সদস্যদের প্রত্যাহারের পর সেপ্টেম্বরে তালেবানরা গঠন করে অন্তর্বর্তী সরকার। এ সময় রহস্যময় আখুন্দজাদা আবার আলোচনায় ফিরে আসেন। তিনি ২০১৬ সাল থেকে তালেবানদের সুপ্রিম নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এই গ্রুপটির রাজনৈতিক, ধর্মীয় ও সামরিক বিষয়ে কর্তৃত্ব রয়েছে তার। কিছু কর্মকর্তা বলেছেন, এর আগেও কয়েক বার আখুন্দজাদা বাইরে বেরিয়েছেন। তবে সেটা কোনো আনুষ্ঠানিকতা ছিল না। এর আগে তিনি মারা গেছেন বলে একাধিকবার গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু তালেবানরা তা প্রত্যাখ্যান করে।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু