অনলাইন ডেস্ক :
জিম্বাবুয়ে ক্রিকেট ও টি-টেন গ্লোবালের আয়োজিত প্রথম জিম আফ্রো টি-টেন লিগের ম্যাচের সূচি প্রকাশিত হয়েছে। এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে খেলবেন তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম। বাংলাদেশি পেসারের দল বুলাওয়ে ব্রেভার্স, আর উইকেটকিপার ব্যাটার খেলবেন জোবার্গ বাফেলোসের জার্সিতে। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে হবে ম্যাচ। আগামী ২০ জুলাই উদ্বোধনী ম্যাচেই তাসকিনের দল খেলবে, প্রতিপক্ষ হারারে হারিকেন্স। পরের দিন ২১ জুলাই মুশফিকের জোবার্গ প্রথম ম্যাচ খেলবে ও তাসকিনদের বিপক্ষে। সব মিলিয়ে এই মৌসুমে ২৪ ম্যাচ হবে।
প্রতি দল প্রথম পর্বে একে অন্যের সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে। সেরা চার দল খেলবে প্লে অফে। ২৮ জুলাই প্রথম কোয়ালিফায়ারে খেলবে শীর্ষ দুটি দল। বিজয়ী দল খেলবে ফাইনালে। আর তিন ও চার নম্বর দল খেলবে এলিমিনেটরে। বিজয়ী দল প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের মুখোমুখি হবে। এই ম্যাচ জয়ীরা খেলবে ২৯ জুলাইয়ের ফাইনালে। সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাবে।
ম্যাচের সূচি
২০ জুলাই- হারারে বনাম বুলাওয়ে, রাত সাড়ে ১০টা
২১ জুলাই- কেপটাউন বনাম ডারবান, সন্ধ্যা সাড়ে ৬টা
২১ জুলাই- জোবার্গ বনাম বুলাওয়ে, রাত সাড়ে ৮টা
২১ জুলাই- হারারে বনাম কেপটাউন, রাত সাড়ে ১০টা
২২ জুলাই- ডারবান বনাম জোবার্গ, সন্ধ্যা সাড়ে ৬টা
২২ জুলাই- কেপটাউন বনাম বুলাওয়ে, রাত সাড়ে ৮টা
২২ জুলাই- জোবার্গ বনাম হারারে, রাত সাড়ে ১০টা
২৩ জুলাই- জোবার্গ বনাম কেপটাউন, রাত সাড়ে ৮টা
২৩ জুলাই- হারারে বনাম ডারবান, রাত সাড়ে ১০টা
২৪ জুলাই- বুলাওয়ে বনাম কেপটাউন, রাত সাড়ে ৮টা
২৪ জুলাই- জোবার্গ বনাম ডারবান, রাত সাড়ে ১০টা
২৫ জুলাই- কেপটাউন বনাম হারারে, সন্ধ্যা সাড়ে ৬টা
২৫ জুলাই- বুলাওয়ে বনাম ডারবান, রাত সাড়ে ৮টা
২৫ জুলাই- হারারে বনাম জোবার্গ, রাত সাড়ে ১০টা
২৬ জুলাই- বুলাওয়ে বনাম হারারে, সন্ধ্যা সাড়ে ৬টা
২৬ জুলাই- ডারবান বনাম কেপটাউন, রাত সাড়ে ৮টা
২৬ জুলাই- বুলাওয়ে বনাম জোবার্গ, রাত সাড়ে ১০টা
২৭ জুলাই- ডারবান বনাম হারিকেন, রাত সাড়ে ৮টা
২৭ জুলাই- কেপটাউন বনাম জোবার্গ, রাত সাড়ে ১০টা
২৮ জুলাই- প্রথম কোয়ালিফায়ার, সন্ধ্যা সাড়ে ৬টা
২৮ জুলাই- এলিমিনেটর, রাত সাড়ে ৮টা
২৮ জুলাই- দ্বিতীয় কোয়ালিফায়ার, রাত সাড়ে ১০টা
২৯ জুলাই- ফাইনাল, সন্ধ্যা সাড়ে ৬টা
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা