November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 12th, 2023, 8:46 pm

তাসকিন-শান্ত এশিয়া কাপে শীর্ষে

অনলাইন ডেস্ক :

এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে দলগত সাফল্য না থাকলেও ব্যক্তিগত সাফল্য ছিল বাংলাদেশ ব্যাটার ও বোলারদের। ব্যাট হাতে শীর্ষে আছেন আছেন বামহাতি ব্যাটার নাজমুল হাসান শান্ত। খেলেছেন মাত্র ২ ম্যাচ। উইকেট শিকারের তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। এশিয়া কাপে গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের পর আফগানিস্তানের বিপক্ষে শান্ত করেন ১০৪ রান। মাত্র ২ ম্যাচ ১৯৩ রান নিয়ে এখনো তালিকার শীর্ষে অবস্থান করছেন শান্ত।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন এই ব্যাটার। ব্যাটারদের তালিকায় শান্তর পরই আছেন বাবর আজম। ৪ ম্যাচে ১৭৮ রান করেছেন তিনি। এ ছাড়া তালিকার তিন নম্বরে রয়েছেন লঙ্কান ব্যাটার সাদিরা সামারাবিক্রমা। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকাতে আছেন তাসকিন। পাকিস্তানি পেসার হারিস রউফের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন এই টাইগার পেসার। ৪ ম্যাচ খেলে রউফের সমান নয়টি উইকেট নিয়েছেন তিনি।