April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 15th, 2022, 8:17 pm

তাহলে কী ফাইনালে খেলবেন বেনজিমা?

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপ শুরুর আগেই মিনি হাসপাতালে পরিণত হয় ফ্রান্স শিবির। পল পগবা, এনগালো কন্তেদের পর টুর্নামেন্ট থেকে ছিটকে যান এবারের ব্যালন ডি’অরজয়ী তারকা করিম বেনজিমা। ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বেনজিমার পরিবর্তে স্কোয়াডে কাউকে নেননি। তাই ফাইনাল খেলতে বেনজিমার কোনো বাধা নেই। তবে এটা সত্য যে, বেনজিমা এখন দলের সঙ্গেই নেই। গত রোববার রাতে লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলবে ফ্রান্স। মেগা ফাইনালের আগে ইউরোপের বেশ কয়েকটি গণমাধ্যমে বেনজিমার খেলার সম্ভাবনা নিয়ে প্রতিবেদন করেছে। সেই জেরেই ফাইনালে বেনজিমার খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে দেশমকে। প্রশ্ন শুনে বেশ বিরক্তই হয়েছেন ফরাসি কোচ। তিনি বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর সত্যিই দিতে চাই না। আমাকে মাফ করবেন, পরবর্তী প্রশ্ন করেন। ’বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে বাম উরুতে চোট পেয়েছিলেন বেনজিমা। তবে তিনি না থাকলেও ফরাসি দল বড় সমস্যায় পড়েনি। কন্তে, পগবা, প্রেসনেল কিম্বেম্বে, লুকাস হার্নান্ডেজদের মতো তারকাদের ছাড়াই ফাইনালে ওঠেছে ফ্রান্স। আর্জেন্টিনার বিপক্ষে জিতে গেলেই শিরোপা নিজেদের কাছেই রেখে দেবেন এমবাপ্পে-গ্রিজমানরা। ইনজুরির ফলে ফ্রান্সের স্কোয়াড ২৬ থেকে ২৪ জনের হয়ে গেছে। তবে দেশম তার স্কোয়াডে আর খেলোয়াড় বাড়াতে চাননি। সেটা নিয়ে তাঁকে অবশ্য সমালোচনাও হজম করতে হয়েছে। তবুও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি বিশ্বজয়ী কোচ। ফাইনালের আগেও তিনি নিজের সিদ্ধান্তে অটল রয়ে গেলেন। আর্জেন্টিনাকে হারিয়ে কোচ হিসেবে দ্বিতীয় বিশ্বকাপ জেতার হাতছানি তাঁর সামনে।