অনলাইন ডেস্ক :
ব্রাজিলের পরবর্তী কোচ কে হতে পারে তা নিয়ে দলের মধ্যে উদ্বেগ দেখা গিয়েছে। এ সম্পর্কে দলের গোলরক্ষক এডারসন নতুন এক খবর দিয়েছেন। ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষকের মতে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিরই ব্রাজিলের নতুন বস হিসেবে নিয়োগ পাওয়ার সম্ভবানা বেশি। দলীয় সতীর্থদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার কথাও নিশ্চিত করেছেন এডারসন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায়ের পর তিতে কোচের পদ থেকে সড়ে দাঁড়ান। এদিকে, রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত আনচেলত্তির চুক্তির মেয়াদ রয়েছে। আনচেলত্তির সঙ্গে মৌখিক ভাবে কোন ধরনের সমঝোতায় পৌছানোর বিষয়টি ফেব্রুয়ারিতে অস্বীকার করেছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আগামী শনিবার মরক্কোর বিরুদ্ধে প্রীতি ম্যাচকে সামনে রেখে গণমাধ্যমে এডারসন বলেছেন, ‘আনচেলত্তির ব্রাজিলে আসার প্রবল সম্ভবনা রয়েছে।’ আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদের খেলা জাতীয় দলের সতীর্থ কাসেমিরো, ভিনিসিয়াস জুনিয়র ও এডার মিলিতাওয়ের সঙ্গে এ ব্যপারে আলোচনার বিষয়টিও স্বীকার করেছেন সিটি গোলরক্ষক। এডারসন বলেন, ‘আমরা তার সম্পর্কে যা বলেছি সেটা হলো আনচেলত্তি একজন ব্যতিক্রমী কোচ। দলের প্রতিটি খেলোয়াড়রই তাকে পছন্দ করে। তার ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ ও সফল। দেখা যাক ভবিষ্যতে কি হয়। আশা করছি দ্রুতই আমরা নতুন কোচকে নিয়োগ দিতে পারবো। অনেকের সম্পর্কেই কথা হচ্ছে দেখে আমি বেশ আগ্রহ অনুভব করছি। বিদেশি নাকি ব্রাজিলিয়ান, কে হতে যাচ্ছেন ব্রাজিলের নতুন কোচ এতা জানতে আমিও মুখিয়ে আছি।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা