ব্রাহ্মণবাড়িয়া সদরে তিতাস নদীতে ধান বোঝাই নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিক বিল্লাল (২৭) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, সকালে চাপুইর থেকে ধান বোঝাই করে একটি নৌকা তিতাস নদী দিয়ে বাসুদেব ইউনিয়নের পাইকপাড়ায় যাচ্ছিল। নৌকাটিতে ধানের মালিক, দুজন ধান কাটার শ্রমিক ও মাঝি ছিল। চাপুইর এলাকায় কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এসময় তিন জন সাঁতারে তীরে উঠতে পারলেও শ্রমিক বিল্লাল নিখোঁজ হন। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করছে।
উদ্ধার অভিযান চালাতে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল আসছে বলে জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি