November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 26th, 2023, 8:12 pm

তিন বাংলাদেশির নাম শ্রীলঙ্কার ফ্যাঞ্চাইজি লিগের ড্রাফটে

অনলাইন ডেস্ক :

আগামী ৩০ জুলাই পর্দা উঠবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসরের। আর এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটের তালিকায় রয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। বিশ্বসেরা সাকিব আল হাসানসহ জায়গা পেয়েছেন লিটন দাস ও আফিফ হোসেন। আগামী ১৫ মে পর্যন্ত এলপিএলের ড্রাফটে নাম লেখাতে পারবেন ক্রিকেটাররা। আগামী ৪ জুন ড্রাফট অনুষ্ঠিত হবে। আর ৩০ জুলাই থেকে অনুষ্ঠিত হবে এলপিএলের ম্যাচগুলো।

কলম্বো ও ক্যান্ডি এই দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এলপিএলের এবারের আসরে থাকছে মোট পাঁচটি দল- গল গ্ল্যাডিয়েটর্স, ডাম্বুলা অরা, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস। এলপিএলের প্রধান নির্বাহী দোদানয়েলা বলেন, ‘লঙ্কা প্রিমিয়ার লিগের আরেকটি আসর শুরুর বিষয়ে আমরা বেশ রোমাঞ্চিত। টুর্নামেন্টটি মাঠ গড়াতে আমাদের তর সইছে না। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের সমন্বয়ে আমরা বেশ সফল একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার ব্যাপারে আশাবাদী।’