অনলাইন ডেস্ক :
এবারের এশিয়ান আর্চারি বাংলাদেশের আর্চারদের জন্য ছিল রেকর্ডময়। ব্যাক্তিগত ইভেন্টে নাসরিন আক্তারের প্রথম স্বর্ণ জয়, প্রথমবারের মতো দলগত ইভেন্টে অল বাংলাদেশ ফাইনাল, মিশ্র দলগত ইভেন্টে প্রতিদ্বন্দী ভারতকে হারিয়ে স্বর্ণপদক অর্জন। তিন স্বর্ণ জয়ের সুখস্মৃতি নিয়ে দেশে ফিরেছে আর্চাররা। এশিয়ান আর্চারির এই সাফল্যে বেশ আত্ববিশ্বাসী আর্চাররা। এই আত্ববিশ্বাস নিয়ে এশিয়ান গেমসে ভালো করতে চায় রোমান-নাসরিনরা। নাসরিন আক্তার জানান, ‘নিজের মধ্যে কনফিডেন্ট ছিল যে ভালো করতে পারব। আলহামদুলিল্লাহ তিনটা গোল্ডই জিততে পেরেছি। চেষ্টা করব এই কনফিডেন্টটা ধরে রাখার এবং সামনের এশিয়ান গেমস, ইসলামিক গেমস এগুলোতে যেন ভালো করতে পারি।’ এবারের এশিয়ার আর্চারিতে পুরুষদের থেকে নারীরাই সফল। প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি পুরুষ আর্চাররা। রোমান সানা জানান, ‘কোচ এটা নিয়ে অনেক কাজ করেছে, যে কিভাবে মেয়েদের দলটা আরও শক্তিশালী করা যায়। ছেলেরা সেই আশা পূরণ করতে না পারলেও, মেয়েরা সেই ঘাটতিটা পূরণ করে দিয়েছে।’ বাংলাদেশ আর্চারি দলের কোচ ফ্রেডরিক মার্টিন বলেন, ‘এবারের আসরে মেয়েদের পারফরম্যান্সে আমি বেশ খুশি। নাসরিন-দিয়াদের সাফল্য আমাদের জন্য বড় পাওয়া। আশা করছি, এশিয়া কাপ সহ অন্যান্য আন্তর্জাতিক আসরেও ওরা সাফল্যের ধারা অব্যাহত রাখবে।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা