April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 15th, 2022, 8:31 pm

তীব্র তাপপ্রবাহের কারণে ভারতে কমলা সতর্কতা জারি

অনলাইন ডেস্ক :

তীব্র তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। গত শুক্রবার দিল্লির নজফগড়ের তাপমাত্রা উঠেছিলো ৪৬.১ ডিগ্রি সেলসিয়াসে। আশঙ্কা করা হচ্ছে আপাতত গড় তাপমাত্রা ৪৪ ডিগ্রির আশেপাশেই থাকবে। চলতি বছরের মার্চ থেকে তীব্র তাপপ্রবাহ চলছে দিল্লিতে। মার্চে একটি তাপপ্রবাহের পর এপ্রিলে আসে তিনটি তাপপ্রবাহ। কিছুদিন আগেই ভারতে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, খুব শিগগিরই উত্তর ভারতের তাপমাত্রা ৫০ ডিগ্রি পেরিয়ে যাবে। ধারণা করা হচ্ছে সেই দিকেই এগোচ্ছে দিল্লি। আবহাওয়াবিদরা জানান, সাধারণত মে মাসকে সর্বাধিক গরমের মাস বলে মনে করা হয়। কিন্তু এবার উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে এপ্রিলের গড় তাপমাত্রা ছিলো ৩৫.৯০ ডিগ্রি সেলসিয়াস ও ৩৭.৭৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক গড় তাপমাত্রার চেয়ে ৩.৩৫ ডিগ্রি বেশি। যেখানে দিল্লিতে এপ্রিলের গড় বৃষ্টিপাত ১২.২ মিলি, সেখানে এবার বৃষ্টি হয়েছে ০.৩ মিলি। আর মার্চে যেখানে ১৫.৯ মিলি, সেখানে এবার বৃষ্টিই হয়নি। ফলে আবহাওয়া এমন রুদ্ররূপ ধারণ করেছে।