April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 14th, 2022, 8:27 pm

তুরস্কে পদক জয় সম্ভব, বলছেন রোমানদের কোচ

অনলাইন ডেস্ক :

সাম্প্রতিক সময়ে আর্চারির সাফল্য চোখে পড়ার মতো। রোমান সানা-দিয়া সিদ্দিকীরা দেশের মুখ উজ্জ্বল করে আসছেন। এবার তাদের সামনে নতুন চ্যালেঞ্জ। ইসলামিক সলিডারিটি গেমসে আজ সোমবার থেকে তীর-ধনুকের লড়াই শুরু হতে যাচ্ছে। তুরস্কের কোনিয়াতে রোমান-দিয়াদের নিয়ে পদক জেতার ব্যাপারে আশাবাদী জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। সলিডারিটি গেমসে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য সুখবর নেই। জিমন্যাস্টিকস কিংবা অ্যাথলেটিকসে ফাইনালে গেলেও পদকবঞ্চিত থাকতে হয়েছে। আলী কাদের-ইমরানুররা আশা দেখিয়েও সফল হতে পারেননি। এবার আর্চারির দিকে সবার বাড়তি মনোযোগ। গেমসে বাংলাদেশ ১০টি ইভেন্টেই অংশ নিতে যাচ্ছে। ইসলামিক দেশগুলোকে নিয়ে আয়োজিত গেমসে পদক জেতার সুযোগ দেখছেন আর্চারির জার্মান কোচও, ‘আমি সবসময় আশাবাদী মানুষ। এখানে এসেছি পদক জিততে, ভালো পারফরম্যান্স দেখাতে। সবার মধ্যে সম্ভাবনা আছে। আশা করছি, আমরা কাক্সিক্ষত সাফল্য পাবো।’ কোনিয়াতে অলিম্পিক চ্যাম্পিয়ন তুরস্কের আর্চাররাও খেলবেন। এ ছাড়া ইরান, ইন্দোনেশিয়াসহ অন্যদেশগুলোর প্রতিযোগীরা তো থাকছেনই। বাস্তবতা দেখলে ইভেন্টগুলো চ্যালেঞ্জিং হবে তাতে সন্দেহ নেই। তার পরেও ফ্রেডরিকের প্রত্যাশা, ‘এখানে ভালোমানের আর্চাররা খেলবে। সবার সঙ্গে লড়াই হবে। আমরা সবগুলো ইভেন্টে অংশ নেবো। রোমান-দিয়ারা ভালো করতে পারলে পদক জয় সম্ভব।’ পদক জয় এজন্যই সম্ভব বলা হচ্ছে আর্চাররা বিশ্বকাপে ভালো করতে পারেননি। তাই নিজেদের নতুন করে প্রমাণের মঞ্চ পেয়ে শিষ্যরাও মুখিয়ে আছেন বলে জানালেন ফ্রেডরিক। এখন মাঠের লড়াইয়ে নিজেদের প্রমাণের সুযোগ রোমান-দিয়াদের।