অনলাইন ডেস্ক :
তুরস্কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। সোমবার (২১ আগস্ট) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
মধ্য তুরস্কের ইয়োজগাট শহরের গভর্নর মেহমেত আলী ওজকান বলেন, বাসের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ইয়োজগাট শহরের পাশের একটি খাদে পড়ে বিধ্বস্ত হয়।
বাসটি ইয়োজগাট থেকে প্রায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) পূর্বের শহর সিভাস থেকে ইস্তাম্বুলে যাচ্ছিল।
ওজকান আরও বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জন যাত্রী মারা যান এবং একজন পরে হাসপাতালে মারা যান।
তিনি জানান, আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ওজকান বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। চালকের ‘অবহেলায়’ দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২