April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 7th, 2023, 4:16 pm

তুরস্কে ২টি মেডিকেল ও উদ্ধারকারী দল পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৫ হাজারের বেশি মানুষ নিহত এবং অনেক অস্যংখ্য মানুষ আহত হওয়ার ঘটনায় সেখানে উদ্ধার অভিযানে যোগ দিতে তুরস্কে দুটি দল পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবররিন ইউএনবিকে বলেছেন, ‘আমরা দুটি দল পাঠানোর পরিকল্পনা করছি- একটি জরুরি মেডিকেল টিম ও একটি উদ্ধারকারী দল।’

তুরস্ক এবং যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৫ হাজার জনেরও বেশি লোক মারা যাওয়ার পরে এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হাজার হাজার ভবন ধসে পড়ার পরে ধ্বংসস্তূপ থেকে আরও বেঁচে থাকা লোকদের উদ্ধারের জন্য তীব্র ঠান্ডার মধ্যেও সোমবার সারা রাত অনুসন্ধান কার্যক্রম চালায় উদ্ধারকারীরা।

—-ইউএনবি