November 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 28th, 2023, 8:17 pm

তুষারের আরও কাছে নাঈম

অনলাইন ডেস্ক :

হেসেই চলেছে নাঈম ইসলামের ব্যাট। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর অভিজ্ঞ ব্যাটসম্যান জ¦লে উঠলেন আবার। দ্বিতীয়ভাগেও পেলেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। ম্যাচে জোড়া শতক উপহার দিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা তুষার ইমরানের আরও কাছে পৌঁছে গেলেন তিনি। বিসিএলের তৃতীয় রাউন্ডে কক্সবাজারে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মঙ্গলবার ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেন নাঈম। বিসিবি উত্তরাঞ্চলের অধিনায়কের ২৪৯ বলের ইনিংসটি ৭ চারে সাজানো। ম্যাচ সেরা নাঈম প্রথম ইনিংসেও ঠিক ১০৭ রান করেছিলেন। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এ নিয়ে ৩১টি সেঞ্চুরি করলেন নাঈম। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ; ৩২ শতক করে রেকর্ডটি তুষারের। অল্পের জন্য প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদ পাননি তানজিম হাসান। ২ ছক্কা ও ১৩ চারে ৯২ বলে ৯০ রান করেন তিনি। ১ ছক্কা ও ৮ চারে ৮৬ বলে ৬২ রান করেন আমিনুল ইসলাম। রান বন্যার ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়। উত্তরাঞ্চল প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৭৮ রানে ইনিংস ঘোষণার পর ৪০৩ রান করে পূর্বাঞ্চল। দ্বিতীয়ভাগে উত্তরাঞ্চল ৮ উইকেটে ৪১৯ রান করার পর ড্র মেনে নেয় দুই দল। ৩ উইকেটে ১৩৮ রান নিয়ে চতুর্থ ও শেষ দিন শুরু করা উত্তরাঞ্চলকে দারুণ ব্যাটিংয়ে এগিয়ে নেন নাঈম ও আমিনুল। ২৫ রান নিয়ে খেলতে নামা আমিনুল প্রথম ঘণ্টায় চতুর্থ প্রথম শ্রেণির ফিফটিতে পা রাখেন ৭৭ বলে। তাকে রানআউট করে ৮৯ রানের জুটি ভাঙেন মুমিনুল হক। নাসির হোসেন দ্রুত বিদায় নেন স্টাম্পড হয়ে। ১২২ বলে ফিফটি করা নাঈম প্রথম সেশন পার করে দেন মাহিদুল ইসলামকে নিয়ে। ২ ছক্কা ও ৩ চারে ৪৭ রান করা মাহিদুলকে বিদায় করে ৮০ রানে জুটি ভাঙেন তানভির ইসলাম। সানজামুল ইসলাম পারেননি বেশিক্ষণ টিকতে। এরপর নাঈমকে দারুণ সঙ্গ দেন তানজিম। আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান বাড়াতে থাকেন তিনি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে তানজিম প্রথম পঞ্চাশ করেন ৬৫ বলে। কিছুক্ষণ পর কাক্সিক্ষত তিন অঙ্কে পা রাখেন নাঈম, ২৪০ বলে। তানজিমের সেঞ্চুরিও মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু ইয়াসির আলি চৌধুরিকে উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলার চেষ্টায় স্টাম্পড হয়ে যান তিনি। এরপর ম্যাচের ইতি টেনে দেয় দুই দল। তিন ম্যাচে দুই ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে এবারের বিসিএলে তৃতীয় হলো পূর্বাঞ্চল। সমান ম্যাচে এক ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ উত্তরাঞ্চল।
সংক্ষিপ্ত স্কোর:
বিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৩৭৮/৯ ডিক্লে.
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৪০৩
বিসিবি উত্তরাঞ্চল ২য় ইনিংস: (আগের দিন ১৩৮/৩) ১০৩ ওভারে ৪১৯/৮ (আমিনুল ৬২, নাঈম ১০৭*, নাসির ৬, মাহিদুল ৪৭, সানজামুল ৩, তানজিম ৯০, শাকিল ০*; আবু জায়েদ ২১-৩-১০৩-১, তানভির ৩৭-১০-১২৮-৩, রিপন ১১-০-৩৯-১, এনামুল ১১-২-৪০-১, আশরাফুল ৫-০-৪১-০, মুমিনুল ১২-০-৩২-০, ইয়াসির ৬-০-২৩-১)
ফল: ম্যাচ ড্র
ম্যান অব দা ম্যাচ: নাঈম ইসলাম