April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 25th, 2021, 6:51 pm

তৃণমূলে যোগ দিচ্ছেন অভিনেত্রী বর্ষা

অনলাইন ডেস্ক :

চলতি সপ্তাহেই তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন বলিউডের এক সময়ের নামকরা অভিনেত্রী বর্ষা উসগাঁওকার। বৃহস্পতিবার গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়; এতেই তিনি দলে যোগ দিতে পারেন। সংবাদ প্রতিদিন বলছে, বর্ষার সঙ্গে তৃণমূল নেতৃত্বের কথাবার্তা একপ্রকার পাকা হয়ে গেছে। তবে মুখ্যমন্ত্রীর গোয়া সফরের আগেই বর্ষা তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন নাকি তার উপস্থিতিতে তৃণমূলের দলীয় পতাকা হাতে নেবেন, সেই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। গোয়ার একজন জনপ্রিয় মুখ তৃণমূলে যোগ দিতে চলেছেন, সে কথা তৃণমূল সূত্র থেকে আগেই জানা গিয়েছিল। তা নিয়ে নানা নাম ইতিমধ্যেই জল্পনায় উঠে এসেছে। তাদের মধ্যে অবশ্য ভূমিকন্যা বর্ষারই তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। বর্ষা তৃণমূলে যোগ দিলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে রাজ্যসভার সাংসদ পদ দেওয়া হতে পারে এমন কথাও শোনা গেছে। সরাসরি রাজনীতির সঙ্গে যোগ না থাকলেও বর্ষা রাজনৈতিক পরিবারের মেয়ে। বাবা অচ্যুত কে এস উসগাঁওকর গোয়ার মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির প্রতিষ্ঠাতা। গোয়া বিধানসভার ডেপুটি স্পিকার এবং সেখানকার মন্ত্রিসভার একাধিকবার সদস্য ছিলেন। গত বছরের জুনে তিনি মারা গেছেন। রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার সূত্রে বর্ষা নিজেও একবার ২০১৭ সালে রাজ ঠাকরের পার্টি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হয়ে প্রচার করেছিলেন। গোয়ার পরিচিত এবং জনপ্রিয় মুখ বর্ষা। স্বাভাবিকভাবেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলে সেখানকার রাজনীতির আঙিনায় খানিকটা হলেও শোরগোল পড়বে। তাতে আগামী দিনে গোয়ায় তৃণমূল কংগ্রেসে যোগদান প্রক্রিয়াতে গতি আনবে বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্ব। ৫৩ বছর বয়সী বর্ষার তৃণমূল কংগ্রেসে যোগদানের বিষয়ে অবশ্য দলের কোনও নেতা মুখ খুলতে রাজি হননি। তবে ৬৫% হিন্দু ভোটার সম্বলিত রাজ্য গোয়াতে বর্ষা যোগ দিলে তারা যে লাভবান হবেন সে কথা আড়ালে তৃণমূলের নেতারা মেনে নিয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনকে গোয়াতে দলীয় সংগঠন তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রীতিমতো বাড়ি ভাড়া নিয়ে সদলবলে গোয়াতে ঘাঁটি গেড়েছেন ডেরেক। গোয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে ডেরেক বলেন, গোয়াতে কে যোগদান করছেন, কবে যোগদান করছেন তা জানতে অপেক্ষা করতে হবে। তবে একটা বিষয় নিশ্চিত করে বলতে পারি, আগামী বছর গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিজেদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেই লড়াইয়ের ময়দানে নামবে। গোয়ায় তৃণমূলের রাজ্য কমিটি থেকে শুরু করে যুব, মহিলা-সহ সমস্ত সংগঠন এ বছরের ১৫ ডিসেম্বরের মধ্যেই তৈরি হবে।