November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 23rd, 2022, 8:15 pm

তেলের অভাবে ডামুড্যায় পাওয়া যাচ্ছে না পরোটা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর:
শরীয়তপুরের ডামুড্যা পৌরশহরে পরোটা পাওয়া যাচ্ছে না, বিকল্প হিসাবে সেকা রুটি বিক্রি হচ্ছে। সয়াবিন তৈল বাড়তি থাকার কারণে যার ফলে পরোটা রুটি বানিয়ে বিক্রি করলে ব্যবসা হচ্ছে না। পৌরশহরে প্রতিটি হোটেলে সেকা রুটি বিক্রি হচ্ছে। পৌরশহরে লাল শরীফের চায়ের হোটলে নাম করা পরোটা রুটি অনেক দূর দরন্ত লোক সকালে নাস্তা খেতে আসত । লাল শরীফ বলেন, ১ কেজি সয়াবিন তৈলের দাম ২১০টাকা, ১টি পরোটা ভাজতে খরচ পরে ২০ টাকা আমার এই হোটলে অনেক দিন মজুর আসে। একজন লোক সকালে নাস্তা খেতে ৩০ টাকা নিয়ে আসে, ১টা রুটি ২০ টাকা হলে সকালে নাস্তা হবে না। তাই ৩০-৪০ টাকার ভিতরে দিন মজুরের নাস্তা হয়ে যায় আমার এই হোটলে দিন মজুর, কৃষক লোকজন বেশির ভাগই নাস্তা করতে আসেন। তাদের অনেকেরই ২/৩ টা বেশি রুটি খায়। ৩ টা রুটি এক প্লেট ভাাজি হলেই তাদের সকালের নাস্তা হয়ে যায়। লাল শরীফ বলেন, সয়াবিন তৈলের দাম কমলে আবারো সেই মজাদার পরোটা বানাবো।