March 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 8th, 2022, 7:47 pm

তেল আবিবে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত

অনলাইন ডেস্ক :

ইসরায়েলের মধ্য তেল আবিবে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে তেল আবিবের ডিজেনগফ স্ট্রিটের একটি জনাকীর্ণ বারে এ ঘটনা ঘটে।
ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা জানিয়েছে, প্রায় ৩০ বছর বয়সী দুই ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও সাতজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
ইসরায়েলি পুলিশ বলছে, হামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা হওয়ার ‘ইঙ্গিত’ রয়েছে। এদিকে জঙ্গি গোষ্ঠী হামাস এই হামলার প্রশংসা করলেও এর দায় স্বীকার করেনি।
গুলির ঘটনার কয়েক ঘণ্টা পরও সন্দেহভাজন বন্দুকধারী পলাতক রয়েছে। শত শত ইসরায়েলি পুলিশ কর্মকর্তা, ক্যানাইন ইউনিট ও সেনাবাহিনীর বিশেষ বাহিনী মধ্য তেল আবিবের জনাকীর্ণ আবাসিক এলাকায় ভবন থেকে ভবনে তল্লাশি চালিয়েছে।
তেল আবিবের পুলিশ কমান্ডার আমিচাই এশেদ বলেন, রাত ৯টার দিকে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই বন্দুকধারী।
তবে তিনি বলছেন, ওই বন্দুকধারী এখনও আশপাশেই আছেন।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘সন্ত্রাসী যেখানেই থাকুক না কেন আমরা তার কাছে যাব এবং যারা তাকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সাহায্য করেছে; তাদের মূল্য দিতে হবে।’