November 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 20th, 2022, 7:35 pm

ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ডের হয়ে প্রথম বিশ্বকাপ খেলতে নামছেন ফিন অ্যালেন ও মাইকেল ব্রেসওয়েল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলটি আবার ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবে। বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে আগামী ৭ অক্টোবর। দলে চোট সারিয়ে ফিরেছেন ফাস্ট বোলার অ্যাডাম মিলনে। সম্প্রতি চোটের কারণে বেশ কিছু সফরে তার খেলা হয়নি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গী হলেও সেখানে মূলত লকি ফার্গুসনের বদলি হয়ে ছিলেন। চোট জর্জর ক্যারিয়ারে ৩১ টি-টোয়েন্টিতে ৩২টি উইকেট নিয়েছেন মিলনে। তার যোগ দেওয়ায় কিউইদের ফ্রন্ট লাইন পেসারে যোগ হলেন চারজন- ফার্গুসন, টিম সাউদি, মিলনে ও ট্রেন্ট বোল্ট। অবশ্য দলে ফিরলেও মিলনের ফিটনেস নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘মিলনে ও মেডিক্যাল কর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা আত্মবিশ্বাসী হতে পেরেছি, সব কিছু ঠিক থাকলে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই তাকে আমরা পাচ্ছি। এখন এই সিরিজটা তার জন্য কঠিন পরীক্ষার। আমরা বিশ্বাস করি এই সময়ের মাঝে সে প্রস্তুত হয়ে যাবে। সেই কারণেই তাকে নির্বাচন করা।’ প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে থাকছেন ডেভন কনওয়ে। যদিও তার বিকল্প হিসেবে কেউ থাকছেন না। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, প্রয়োজন পড়লে অ্যালেন অথবা গ্লেন ফিলিপস এই দায়িত্ব পালন করতে পারবেন। পিঠের চোটের কারণে জায়গা হয়নি অলরাউন্ডার কাইল জেমিসনের।
নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সাউদি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, মার্টিন গাপটিল, লকি ফার্গুসন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট ও ফিন অ্যালেন।