May 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 11th, 2023, 1:53 pm

ত্রিশালে বাসচাপায় ৬ জন পোশাককর্মী নিহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ত্রিশালের চেলেরঘাট এলাকায় বাসচাপায় ৬ জন পোশাককর্মী নিহত এবং ৮ জন আহত হয়েছেন।

বু্ধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। তাদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ত্রিশালের জেসমিন আক্তার (৩৫), সিরাজুল ইসলাম (৪০), সোহেল মিয়া (২৮) ও সদর উপজেলার লিটন মিয়া (৩০)। হতাহতরা সবাই পোশাককর্মী বলে প্রাথমিকভাবে জানা যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে শেরপুর থেকে ঢাকাগামী এস এস ট্রাভেলসের একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাটে চাকা পাঙচার হলে বাসের যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। সকাল ৮টার দিকে রাসেল স্পিনিংয়ের একটি বাস রাস্তার পাশে নিয়ে যাত্রী তুলছিল।

এ সময়ে পেছন থেকে একটি বাস দ্রুত গতিতে যাত্রীদের ওপর উঠে পড়লে ঘটনাস্থলে ৩ জন নিহত এবং ১০ জন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জনের মৃত্যু হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। আহত ৬ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ বাসটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।

দুর্ঘটনার পর কিছুক্ষণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

—–ইউএনবি