April 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 5th, 2022, 7:41 pm

থাইল্যান্ডে মিউজিক পাবে আগুন, নিহত অন্তত ১৩

অনলাইন ডেস্ক :

থাইল্যান্ডের পূর্বাঞ্চলে একটি জনাকীর্ণ মিউজিক পাবে শুক্রবার আগুন লেগে কমপক্ষে ১৩ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও উদ্ধারকর্মীরা।
প্রাদেশিক পুলিশ প্রধান মেজর জেনারেল আথাসিত কিজ্জাহান পিপিটিভি টেলিভিশনকে বলেছেন, ‘চোনবুরি প্রদেশের সাত্তাহিপ জেলার মাউন্টেন বি পাবটিতে আগুন লাগার কারণ তদন্তাধীন রয়েছে। পাবের মালিক ও কর্মীরা থানায় জবানবন্দি দিচ্ছেন এবং পুলিশের ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করবে।’
রাত ১২টা ৪৫ মিনিটের দিকে আগুনের খবর পাওয়া গেছে বলে জানায় পুলিশ।
বিস্ফোরণের শব্দের পর অনুষ্ঠানস্থলের মঞ্চের কাছে সিলিংয়ে ধোঁয়া ও আগুন দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী।
নানা নামে এক প্রত্যক্ষদর্শী পিপিটিভিকে বলেন, ‘মঞ্চের ওপরের ডানদিকের কোণা থেকে আগুনের সূত্রপাত হয়।’
সাম্প্রতিক দশকে থাইল্যান্ডে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ২০০৮-২০০৯ সালের থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময়। এ ঘটনায় ৬৬ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়।