September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 10th, 2024, 7:15 pm

থানা থেকে পালালো যুবলীগ কর্মী, ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার

চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি এক যুবলীগ কর্মী পালিয়ে গেছে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলামসহ ৪ পুলিশকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও থানা সূত্রে জানা গেছে, ভোরে উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলা বাজারের দক্ষিণ পাশের বাহাদুরপাড়া এলাকা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি যুবলীগের কর্মী সাইফুল ইসলামকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। কিন্তু থানা থেকে ওই আসামি পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।

আসামি কীভাবে পালিয়ে গেলেন, তা জানতে চাইলে ওসি রাশেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, অগ্নিসংযোগের পর থানা এখনও অরক্ষিত। প্রায় ৩০ জন লোক ওই যুবলীগ কর্মীকে নিয়ে থানায় আসে। তারা আসামিকে মারধর করার চেষ্টা করছিলেন। দায়িত্বরত পুলিশ কনস্টেবল পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় ওই আসামি পালিয়ে যায়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ জানান, ওসি রাশেদুলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে থানায় নতুন ওসিকে পদায়ন করা হয়েছে।

—–ইউএনবি