প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বলেছেন, এ অঞ্চলের মানুষের কল্যাণে ক্ষুধা ও নিরক্ষরতা দূর করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসাথে কাজ করতে হবে।
বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী প্রধানমন্ত্রীর সাথে গণভবনে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূলনীতি তুলে ধরেছেন তা হলো ‘সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে বিদ্বেষ নয়’।
বৈঠকে হাইকমিশনার ইমরান বলেন, পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়াতে চায় এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বার্তার একটি আসল কপি দেন তিনি।
হাইকমিশনার ইমরান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাকিস্তান সফরের একটি ফটো অ্যালবাম, চিত্রকর্ম ও ভিডিও ফুটেজও উপস্থাপন করেন।
বঙ্গবন্ধু ২৪ ফেব্রুয়ারি, ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে যোগদান করেন।
জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতির সাথে সম্পর্কিত ঐতিহাসিক স্যুভেনির হস্তান্তর করায় প্রধানমন্ত্রী হাইকমিশনারকে ধন্যবাদ জানান। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাকিস্তান কর্তৃক বাংলায় ক্যালিগ্রাফি বই প্রকাশের প্রশংসা করেন তিনি।
অ্যাম্বাসেডর-এট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।
–ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম