May 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 31st, 2024, 8:26 pm

দক্ষিণ কোরিয়ায় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক :

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩১ জানুয়ারি) ভোরে দেশটির পশ্চিম সাগরে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। ফরাসি সংবাদসংস্থা এএফপি এ খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ড জানিয়েছে, ‘ইন-ফ্লাইট ইমার্জেন্সি’ জরুরি অবস্থা তৈরি হলে যুদ্ধবিমানটি দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে অবস্থিত মোকদেওক দ্বীপের কাছে বিধ্বস্ত হয়।

মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, একটি এফ-১৬ যুদ্ধবিমান পশ্চিম সাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ইন-ফ্লাইট জরুরি অবস্থার সম্মুখীন হয় এবং বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৮ টা ৪১ মিনিটে বিধ্বস্ত হয়। তবে এ ঘটনায় কাকতালীয়ভাবে পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন এবং সকাল সাড়ে ৯ টার দিকে তাকে উদ্ধার করে একটি চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। পাইলটকে জীবিত অবস্থায় উদ্ধারের রেশ ধরে ৮ম ফাইটার উইং কমান্ডার কর্নেল ম্যাথিউ বলেছেন আমরা কোরিয়ার উদ্ধারকারী বাহিনী এবং আমাদের সব সতীর্থদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।