অনলাইন ডেস্ক :
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি সমুদ্র সৈকতের কাছে যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে নারী ও শিশুসহ ২০ জন মারা গেছে।
রবিবার রাতে ৩০ জনেরও বেশি যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া নিউজ এজেন্সিকে ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান বলেছেন,‘নৌকাটি তীরে তোলা হচ্ছে এবং ভেতর থেকে আরও লাশ উদ্ধার করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।’
এখন পর্যন্ত গুরুতর অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজ্যের মালাপ্পুরম জেলার একটি উপকূলীয় শহর তানুরে উদ্ধারকারীরা পৌঁছেছিল, যেখানে থুভালথিরাম সৈকতের কাছে ডুবেছিল। কী কারণে নৌকাটি উল্টেছে তা স্পষ্ট নয়।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২