অনলাইন ডেস্ক :
লা লিগায় মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে থাকলেও নতুন বছরের শুরুটা ভীষণ বাজে হয়েছে রিয়াল মাদ্রিদের। গেতাফের বিপক্ষে নিজেদের ম্লান পারফরম্যান্সে হতাশ মাদ্রিদের দলটির কোচ কার্লো আনচেলত্তি। তিনি মনে করেন, বিরতির পর মাঠে ফেরার এই ম্যাচে ছুটির আমেজে থাকার খেসারত দিয়েছেন তারা। লা লিগায় রোববার প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হারে রিয়াল। এর মধ্য দিয়ে লিগে টানা ১১ ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পায় স্পেনের সফলতম ক্লাবটি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি স্বীকার করে নেন, দুর্দান্ত ফর্মে থেকে ২০২১ সাল শেষ করা তার দলকে গেতাফের বিপক্ষে চেনারূপে দেখা যায়নি মাঠে। “আমরা গোল হজমের পর ১০ মিনিট ভালো প্রতিক্রিয়া দেখিয়েছি এবং এরপর নার্ভাস হয়ে যাই। আমরা বল হারিয়েছি ও লড়াই হেরে গেছি।” “ম্যাচ নিয়ে বলার মতো তেমন কিছু নেই। আমরা যেন অতিরিক্ত একটি দিন ছুটির আমেজে ছিলাম। গেল বছরটা আমরা যেভাবে শেষ করেছি, সেভাবে খেলতে পারিনি এই ম্যাচে।” গেতাফের করা গোলটিতে বড় দায় ছিল এদের মিলিতাওয়ের। নবম মিনিটে দারুণ পাসিং ফুটবলে আক্রমণ শানালেও রিয়ালের ডি-বক্সের মুখে গিয়ে বল হারিয়ে ফেলে গেতাফে। তবে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাওয়ের ভুলে বল ধরে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন তুর্কি স্ট্রাইকার এনেস উনাল। ম্যাচে কাক্সিক্ষত ফলাফল না পাওয়ার পেছনে নিজেদের মনোযোগের ঘাটতিকেই দায়ী করছেন আনচেলত্তি। “আমরা কম মনোযোগী, কম প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। ড্র হলে ঠিক ফলাফল হতো, কারণ আমাদের হার প্রাপ্য নয়। কিন্তু আমরা একটি গোল উপহার দিয়েছি এবং হেরেছি।” “এই পরাজয় ঘুরে দাঁড়ানোর উপলক্ষ হতে পারে। আমাদের খেলা দেখে মনে হচ্ছিল আমরা ছুটিতেই ছিলাম।” এই ম্যাচে হার স্বত্বেও ২০ ম্যাচে ১৪ জয় ও চার ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে রিয়াল। ইতালিয়ান কোচ আশাবাদী, ধাক্কা সামলে শীঘ্রই ঘুরে দাঁড়াবে তার দল। “গত শনিবার অনুশীলনের পর আমি খেলোয়াড়দের বলেছিলাম যে তাদের পরিশ্রম দেখে আমি খুশি। তারা উজ্জীবিত ছিল।” “এটা কোনো সমালোচনা নয়, কারণ কোচও গত রোববার ছুটিতে ছিলেন। কোনো সমস্যা ছাড়াই আমরা এখনও পয়েন্ট টেবিলের শীর্ষে এবং আমরা অনেক অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে যাব।”
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা