অনলাইন ডেস্ক :
প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট, পরে লিটন-মুশফিকের প্রতিরোধ ভাঙতেই বাকিরাও দ্রুত আউট। দ্বিতীয় ইনিংসেও তাই হয়েছে। ২৩ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে হয়েছে। এবার সাকিবের সঙ্গে জুটি বাঁধেন লিটন। কিন্তু লিটনের বিদায় জুটি ভাঙার পর আর মাত্র ১৩ রানের মধ্যেই গুটিয়ে যায় দল। ২৯ রানের মামুলি টার্গেটে শ্রীলঙ্কা ৩ ওভারেই পৌঁছে যায়। এই ব্যাটিং ধস নিয়ে ভীষণ চিন্তায় পড়েছেন দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘আমরা যদি এর (ব্যাটিং ধস) কারণ জানতাম, তাহলে তো এটি হতো না। তবে আমাদের অবশ্যই কিছু করতে হবে। সেটি হতে পারে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা। মানে দেখুন, দুই ইনিংসে ২০ রানে ৪ ও ২৫ রানে ৫ উইকেট- এই অবস্থা থেকে আপনি টেস্ট জিততে পারবেন না।’ এই ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের ৬ জন ‘ডাক’ মেরে বিশ্বরেকর্ড গড়েছে। দ্বিতীয় ইনিংসে আরও তিন ‘ডাক’। ডমিঙ্গো বলেন, ‘আমাদের অবশ্যই এ বিষয়ে নজর দিতে হবে এবং কিছুতে পরিবর্তন আনতে হবে। গত ছয় থেকে আট মাসে এটি অনেকবার হয়েছে। কিছু তো বদলাতে হবেই। সেটি ব্যাটিং অর্ডারে পরিবর্তন হোক কিংবা একাদশে দুই-একটি পরিবর্তন। আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ‘
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা