অনলাইন ডেস্ক :
ম্যানচেস্টার সিটির হয়ে দীর্ঘ মৌসুম শেষ করেই দেশের হয়ে নেমে পড়তে হয়েছে নেশন্স লিগের মিশনে। কেভিন ডে ব্রুইনের শারীরিক ধকলের মাত্রা তাই বুঝতে পেরেছেন বেলজিয়াম কোচ রবের্তো মার্তিনেস। এ কারণে একটু আগেভাগেই ডে ব্রুইনেকে ছুটি দিয়ে দিয়েছেন তিনি। এ মাসে নেশন্স লিগে নিজেদের চার ম্যাচের মধ্যে তিনটি খেলে ফেলেছে বেলজিয়াম। ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপে শনিবার ওয়েলসের বিপক্ষে ১-১ ড্র করে দলটি। আগামীকাল মঙ্গলবার পোল্যান্ডের বিপক্ষে এ মাসের শেষ ম্যাচটি খেলবে তারা। তবে ডে ব্রুইনেসহ মোট তিন খেলোয়াড়কে পোল্যান্ড ম্যাচের আগেই ছুটি দিয়েছেন বেলজিয়াম কোচ। অন্য দুজন হলেন- ইয়ানিক কারাসকো ও তমা মুনিয়ে। “ডে ব্রুইনে যথেষ্ট দিয়েছে, কারাসকোও। তিন মাস বাইরে থাকার পর কম সময়ে দুটি ম্যাচ খেলেছে মুনিয়ে। আমরা কাউকে জোর করতে পারি না।” ক্লাব ফুটবলে দীর্ঘ মৌসুম শেষ করার পরপরই নেশন্স লিগের ম্যাচ আয়োজনের সমালোচনা করেছিলেন ডে ব্রুইনে। তবে ওয়েলস ম্যাচের পর সাংবাদিকদেরকে তিনি খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা বলেন। “আমি প্রায় ৯০ মিনিট করে তিনটি ম্যাচ খেলেছি। শারীরিকভাবে আমি ঠিক আছি এবং পোল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটি খেলতে পারলে ভালোই লাগত। তবে এটা কোচের সিদ্ধান্ত।” কার্ডিফে ওয়েলসের বিপক্ষে ম্যাচে ১-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় ডে ব্রুইনেকে তুলে নেন কোচ। পরে ওয়েলস গোল করে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা