অনলাইন ডেস্ক :
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ শেষ করে বুধবার রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল। দুইভাগে ভাগ হয়ে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্তর দল। তবে দলের সাথে দেশে ফেরেনি সাকিব। ক্রিকেটারদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের একাংশ রাত ১১ টায় ও পরবর্তী ভাগে রাত দুইটায় ফিরেছেন বাকি ক্রিকেটাররা। পাকিস্তান থেকে ইংল্যান্ডে যাবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
সেখানে কাউন্টি ক্রিকেটে খেলার কথা রয়েছে তার। সারের হয়ে চারদিনের ম্যাচ খেলবেন সাকিব। ৪ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এনওসি রয়েছে সাকিবের। গত নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আর দেশে ফেরেননি সাকিব। সেসময় কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছিলেন সাকিব, তার বিরুদ্ধে রাজধানী ঢাকার আদাবর থানায় হত্যা মামলা করা হয়েছে।
চলতি মাসে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে ভারত সফর করবে বাংলাদেশ। দেশে ফিরে তাই বেশি দিন ছুটি পাচ্ছেন না ক্রিকেটাররা। আগামী সপ্তাহর মাঝামাঝিতেই অনুশীলন শুরু হওয়ার কথা। টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে আগামী ৮ সেপ্টেম্বর অনুশীলন শুরুর কথা রয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। কানপুরে পরের টেস্টটি ২৭ সেপ্টেম্বর। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর যথাক্রমে গোয়ালিওর, দিল্লী ও হায়দরাবাদে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি।
আরও পড়ুন
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু
নেপালে ভয়াবহ বন্যা, ভূমিধসে মৃত্যু বেড়ে ১৯২