March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 2nd, 2022, 8:08 pm

দাগনভূঞায় ইউপি চেয়ারম্যান স্বপনের হোটেল থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনীর দাগনভূঞা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সহ-সভাপতি বেলায়েত উল্লাহ স্বপনের মালিকীয় হোটেল থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন করেছে বাখরাবাদ গ্যাস কতৃপক্ষ। বুধবার সকালে উপজেলার ফাজিলের ঘাট বাজারে অভিযান চালিয়ে বাখরাবাদ গ্যাস ফেনীর ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার বাপ্পি শাহরিয়ার উক্ত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
জানা যায়, উপজেলার ফাজিলেরঘাট বাজারের ঈদগাহ মাঠের পুর্ব দিকে অভিযুক্ত বেলায়েত উল্যাহ স্বপন আবাসিক গ্যাস সংযোগের অনুমোদন নিয়ে অবৈধভাবে বাণিজ্যিকভাবেভাবে তা ব্যবহার করছেন। সে ই গ্যাস সংযোগ দিয়ে হোটেল ব্যবসা পরিচালনা করে আসছিল। ওই দিন দুুপুরে বাখরাবাদ গ্যাস ফেনীর ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার বাপ্পি শাহরিয়ার গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে হোটেল থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। এসময় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে ছিলেন না। তবে তার কর্মচারি ওমর জানান, তারা গ্যাস দিয়ে রান্নার কাজ করেন। স্থানীয়রা জানান, স্বপন চেয়ারম্যান দীর্ঘ ৫ বছর যাবৎ অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের মাধ্যমে সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়েছে। বাখরাবাদ গ্যাস ফেনীর ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার বাপ্পি শাহরিয়ার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের সত্যতা নিশ্চিত করে বলেন, আবাসিক মিটার অনুমোদন নিয়ে সম্পূর্ণ অবৈধভাবে স্বপন চেয়ারম্যান গ্যাস সংযোগটি বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছেন। এবিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তিতে অফিসিয়াল ব্যবস্থা গ্রহণ করা হবে। একইদিন আরো কয়েকটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানিয়েছেন।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন জানান, তার সংযোগটি বৈধ।