জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনীর দাগনভূঞায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারী) সকালে দাগনভূঞা আই কেয়ার হসপিটালের সার্বিক তত্বাবধানে নুর হার্ডওয়্যার ও গোল্ড পার্কের আয়োজনে উপজেলার রাজাপুর ইউনিয়নের ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত চক্ষু শিবিরের উদ্বোধন করেন দাগনভূঞা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন।
বাংলাদেশ জুয়েলারি সমিতি ফেনী জেলা সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দাগনভূঞা আই কেয়ার হসপিটালের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ব্যবসায়ী হাজী কবির আহমেদ, জুয়েলারি সমিতি ফেনী জেলা শাখার সেক্রেটারি গোলাম ফারুক বাচ্চু, সজ-সভাপতি খোরশেদ আলম মজুমদার, সাংহঠনিক সম্পাদক ইয়াকুব আলী, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আকতার, ব্যবসায়ী হাজী আশ্রাফ আলী।
বিনামূল্যে ৩০ জন রোগীর চোখের ছানি অপারেশন ও ২০০ রোগীকে বিনামূল্যে ড্রপ, ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি