জেলা প্রতিনিধি, ফেনী :
দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাহিদা আক্তার তানিয়া।
রবিবার সকালে দাগনভূঞা নামার বাজার , বসুরহাট রোড এবং বিভিন্ন বেকারীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং লাইসেন্স নবায়ন না করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় বিসমিল্লাহ , সাউদিয়া এবং আল আমিন বেকারীকে মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন বিএসটিআই পরিদর্শক মো. খায়রুল হক।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি