জেলা প্রতিনিধি, ফেনী :
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে মুক্তির উৎসব ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রাঙ্গণ থেকে র্যালীটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে মিলিত হয়। পরে মুক্তির উৎসবের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সন্মান জানানো হয়। এসময় দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া ও থানার ওসি মো. হাসান ইমাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি