জেলা প্রতিনিধি, ফেনী :
দাগনভূঞা থানা কর্তৃক বিশেষ অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর আলম এবং ইয়াবা ও গাঁজাসহ মো. বেলাল হোসেন নামীয় ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার থানার বিশেষ অভিযানে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সুজাতপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ১ বছরের সাজা ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামী মো. জাহাঙ্গীর আলম (৩৫) কে গ্রেফতার করে। অপরদিক একইদিন উপজেলার জায়লস্কর ইউনিয়নের মাছিমপুর গ্রামের আলতাফ আলীর ছেলে মো. বেলাল হোসেন (৪২) কে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করে।
দাগনভূঞা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান ধৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি