জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনীর দাগনভূঞা পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মাণ করা হবে আধুনিক আবাসিক ভবন। ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে ৫০ শতক জমি অধিগ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। প্রস্তাবিত প্রকল্পে ব্যয় হবে ১৫ কোটি টাকা। দাগনভূঞা পৌরসভার ৪২ জন পরিচ্ছন্নতাকর্মী এ ফ্ল্যাটগুলো বরাদ্দ পাবে বলে জানান দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন।
মেয়র জানান, এ প্রকল্পের আওতায় নির্মিত ভবনের প্রতিটি ফ্ল্যাটের আকার ৪৭২ বর্গফুট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে ২টি করে শোবার ঘর, একটি রান্নাঘর, একটি টয়লেট ও ২টি ছোট বারান্দা। ভবনের সম্পূর্ণ ফ্লোর টাইলস বসানো থাকবে। প্রতিটি ভবনে সার্বক্ষণিক বিদ্যুতের জন্য জেনারেটর, সাবস্টেশন ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকবে। এছাড়া একটি স্টোর রুমও থাকবে। ৬ তলা ভবনে রয়েছে অত্যাধুনিক ক্যাপসুল লিফট সুবিধা।
এসকল ফল্যাট চাকরিকালীন মাসিক ভাড়া থেকে সমন্বয় করে সহজ শর্তে হস্তান্তর করা হবে পরিচ্ছন্নতা কর্মীদের। এ প্রকল্পের মাধ্যমে সহজ শর্তে ও দীর্ঘমেয়াদি কিস্তিতে এসব প্লট-ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি