ইয়াছিন রনি, ফেনী :
ফেনীর দাগনভূঞা পৌর এলাকায় বিভিন্ন অপরাধ দমনে ও অপরাধী সনাক্তকরণের জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম।
দাগনভূঞা পৌর এলাকাতে বিভিন্ন ধরনের চুরি, মাদক ও কিশোর গ্যাংয়ের উৎপাত দমন ও এসকল অপরাধীদের শনাক্তকরণে পৌর এলাকার প্রতিটি বাড়ি, বাসার বাহিরে সড়কের পাশে ও পৌর শহরের প্রতিটি মার্কেট এবং প্রতিটি দোকানের সামনে ও প্রতিটি রাস্তার মোড়ে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সিসি ক্যামেরাগুলো প্রতিটি বাসার মালিক ও মার্কেটের মালিকপক্ষ তাদের নিজ খরচে স্থাপন ও রক্ষণাবেক্ষণ করবেন। এ লক্ষে দাগনভূঞা থানার ওসি প্রতিটি বাসার মালিকের সাথে তাদের বাসায় গিয়ে কথা বলে দ্রুত সিসি ক্যামেরা স্থাপনের জন্য অনুরোধ করলে প্রতিটি বাসা, মার্কেট ও দোকানের মালিকরাও একে সাড়া প্রদান করেছেন।
এবিষয়ে, দাগনভূঞা থানার ওনি মো. হাসান ইমাম জানান, পৌর এলাকাকে ঘিরে বিভিন্ন অপরাধ সংগঠিত হয় আর এসব ঘটনায় অপরাধী সনাক্ত করা কষ্টসাধ্য তাই কোন অপরাধ সংগঠিত হলে যাতে এসকল সিসি ক্যামেরার ফুটেজ থেকে অপরাধী সনাক্ত করা যায় তাই সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে সকলকে উৎসাহিত করতেছি।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি