November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 17th, 2023, 8:23 pm

দাবায় শিরোপা জয় : ১০ লাখ টাকা পেলো সেন্ট জোসেফ

অনলাইন ডেস্ক :

নতুন দাবাড়ুর খোঁজে ‘মার্কস অ্যাকটিভ স্কুল চেস’ চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিকবিদ্যালয়। গ্রান্ড ফাইনালে তারা হারিয়েছে ডিপিএস এসটিএস স্কুলকে। প্রথমে ২-২ গেমে ড্র হলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে জিতে শিরোপা উৎসব করেছে সেন্ট জোসেফ। বসুন্ধরা কনেভনশন হলে অনুষ্ঠিত এই ফাইনালে সেন্ট জোসেফের হয়ে বোর্ডে ছিলেন তাহসিন তাজওয়ার, আহনাফ রশিদ চৌধুরী, নওশান উদ্দিন ও আবরার জাহিন। বিপরীতে ডিপিএস এসটিএস স্কুলের হয়ে খেলেছে আইমান আহমেদ, মারজুক চৌধুরী, মোহাম্মদ ফারজান আলী ও কাজী আফসান রওনক আনান। ফাইনাল জিতে সেন্ট জোসেফ স্কুলের দাবাড়ু তাহসিন তাজওয়ার বলেছেন, ‘অনেক ভালো লাগছে। অন্য রকম একটা অনুভূতি।’ শিরোপা জিতে ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন স্কুল ১০ লাখ টাকা পেয়েছে। আর রানার্সআপ ৫ লাখ এবং তৃতীয় স্থান হওয়া স্কুল ৩ লাখ টাকা পুরস্কার পেয়েছে। দাবা ফেডারেশনের আয়োজনে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের মোট ২ হাজার ৬২টি স্কুল। সেখান থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।