অনলাইন ডেস্ক :
ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসল লিভারপুল। তবে এরপর যেভাবে চাপ তৈরি করল তারা, তার জবাব জানা ছিল না নিউক্যাসল ইউনাইটেডের। দারুণ পারফরম্যান্সে লিগ শিরোপা লড়াইয়ে শক্ত অবস্থান ধরে রাখল ইয়ুর্গেন ক্লপের দল। অ্যানফিল্ডে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে লিভারপুল। পিছিয়ে পড়ার পর সমতা টানেন দিয়োগো জটা। খানিক পরই দলকে এগিয়ে নেন মোহামেদ সালাহ। শেষ দিকে ব্যবধান বাড়ান ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড। প্রিমিয়ার লিগে এই নিয়ে টানা ৬ জয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে ১ পয়েন্টের ব্যবধান ধরে রাখল লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ জিতল তারা। প্রথম ১৬ রাউন্ডে মাত্র একটি জয়ের দেখা পাওয়া নিউক্যাসল এদিন শুরুটা করে দুর্দান্ত। সাত মিনিটের মাথায় জনজো শেলভির চমৎকার গোলে এগিয়ে যায় তারা। সাবেক ক্লাবের বিপক্ষে ২৫ গজ দূর থেকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার। পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করেনি লিভারপুল। ২১তম মিনিটে তাদের একটি কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। আলগা বল ধরে পুনরায় শানানো আক্রমণে সমতা টানেন জটা। তার হেড গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর দ্বিতীয় প্রচেষ্টায় কাছ থেকে টোকায় বল জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড। চার মিনিট পর সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। এতে বড় কৃতিত্ব সাদিও মানের। প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে পড়ে যাওয়ার আগুমুহূর্তে কোনোমতে শট নেন তিনি। বল গোলরক্ষকের পায়ে লেগে ফেরার পর ফাঁকায় পেয়ে সহজেই জালে পাঠান মিশরের ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে দারুণ এক সেভে ব্যবধান বাড়তে দেননি নিউক্যাসল গোলরক্ষক মার্তিন দুভরাওকা। কাছ থেকে মানের হেড ঝাঁপিয়ে ঠেকান তিনি। নির্ধারিত সময় শেষের তিন মিনিট বাকি থাকতে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন অ্যালেকজান্ডার-আর্নল্ড। দূর থেকে বুলেট গতির শটে গোলটি করেন এই ইংলিশ ডিফেন্ডার। ১৭ ম্যাচে ১৩ জয় ও দুই ড্রয়ে সিটির পয়েন্ট ৪১। ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট লিভারপুলের। দিনের অন্য ম্যাচে এভারটনের বিপক্ষে এগিয়ে গিয়েও জয়ের দেখা পায়নি চেলসি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ঘরের মাঠে ৭০তম মিনিটে ম্যাসন মাউন্টের গোলে এগিয়ে যায় চেলসি। তবে এর চার মিনিট পরই সমতা টানেন জারার্ড। ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি। ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর্সেনাল। ২৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ১ পয়েন্ট কম নিয়ে তার পরেই আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা