দিনাজপুরের বিরল উপজেলায় পরিত্যক্ত অবস্হায় ৯ লাখ টাকা মূল্যের একটি ৯ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে কষ্টি পাথর সাদৃশ্য বিষ্ণু মূর্তির দুইটি ভাঙা অংশ উদ্ধার করেছে পুলিশ। মূর্তিটি দৈর্ঘ্য প্রায় ১৭ ইঞ্চি এবং প্রস্থ ৯ ইঞ্চির সমান।
ধারণা করা হচ্ছে প্রাচীন মূর্তিটি কষ্টি পাথরের তৈরি।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা জানান, ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের আকরগ্রামে ধানুয়ারপাড়ে সরকারি খাস পুকুরের মাটি কাটার কাজ করছিল কিছু শ্রমিক।
এসময় বেরিয়ে আসে মূর্তির মূল অংশের সঙ্গে ভেঙে যাওয়া অন্য অংশ।
মূর্তির খবর জরুরি সেবা কেন্দ্রে মোবাইল ফোনে জানিয়েছিলেন নাড়াবাড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে মোতাহার হোসেন। জরুরি সেবা কেন্দ্রে খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে কষ্টি পাথর সাদৃশ্য বিষ্ণু মূর্তির দুইটি ভাঙা অংশ উদ্ধার করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি