November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 21st, 2022, 9:36 pm

দিনাজপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

আট সহকর্মীকে গ্রেপ্তার ও এক পরিবহন নেতার ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে দিনাজপুরের সব রুটে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকরা।

বিকাল ৩টা ৪০ মিনিটে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।

মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জানান, বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে শাখা কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান ডাব্লুর ওপর হামলায় জড়িত শ্রমিকদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে গেল রাতের ঘটনায় করা মামলায় অভিযুক্ত সাত অ্যাম্বুলেন্স চালকের বিষয়ে আদালতে চুড়ান্ত রিপোর্ট দিতে সম্মত হয়েছেন পুলিশ কর্মকর্তারা। তাই ধর্মঘট তুলে নিয়েছেন তারা।

জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, শ্রমিকদের সঙ্গে সমঝোতার প্রেক্ষিতে পরিবহন ধর্মঘটের অবসান ঘটেছে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার রাতে বালুয়াডাঙ্গায় অ্যাম্বুলেন্স চালক, পুলিশ, হিউম্যান হলার চালক ও পরিবহন শ্রমিকদের মধ্যে পৃথক সংঘর্ষের পর অ্যাম্বুলেন্স চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাইনুদ্দিনসহ আট পরিবহন শ্রমিককে আটক করে পুলিশ।

—ইউএনবি