দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার স্টেশন রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্র আশিকুর রহমান বাবু উপজেলার বাসুদেবপুর গ্রামের দবিরুল ইসলামের ছেলে এবং স্থানীয় এ জেড রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেলস্টেশন থেকে ঘুঘুরাতলী এলাকায় সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিলো আশিকুর ও তার বন্ধু। এসময় বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক ব্যাটারিচালিত একটি ইজিবাইকে ওভারটেক করার সময় আশিকুরের সাইকেলে ধাক্কা দেয়। এতে আশিকুর রাস্তায় ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় স্থানীয় জনগণ ট্রাকটিকে আটক ও ভাঙচুর করে। অন্যদিকে,ঘাতক চালকের বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়রা। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
এ ব্যাপারে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, ট্রাকসহ চালককে আটক করেছেন তারা। মামলার প্রস্তুতি চলছে।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি