April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 1st, 2022, 9:06 pm

দিনাজপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩৩

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের চিরিরবন্দরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই বাসের কমপক্ষে ৩০ যাত্রীসহ আহত হয়েছেন ৩৩ জন। মঙ্গলবার (১ লা মার্চ) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলার রংপুর-দশমাইল মহাসড়কে রাণীরবন্দর বড়ভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, সৈয়দপুর হাসাপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সড়কের দুই ধারে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতির দুটি বাস একে অপরকে ওভারটেক করার চেষ্টা করছিল। পথে রানীরবন্দরের বড়ভিটা এলাকায় পৌঁছালে একটি অটো ভ্যানকে সাইট দিতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী পদ্মা পরিবহনের যাত্রীবাহী বাসটি রংপুরগামী সুজাত পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় বাস দুটি। এ সময় স্থানীয়রাসহ সৈয়পুর ফায়ার সার্ভিস, চিরিরবন্দর থানা পুলিশ ও দশমাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। এতে প্রায় ৩০ জন যাত্রীসহ দুই বাসের চালক ও একজন হেলপার আহত হয়। এ সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে বাস দুটি রাস্তা থেকে সরিয়ে নিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক চালক ও হেলপারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।