অনলাইন ডেস্ক :
প্রত্যাশিত সময়ের আগে চোট কাটিয়ে উঠতে না পারায় আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে ছিটকে গেছেন ফরোয়ার্ড পাওলো দিবালা। আর্জেন্টিনা ফুটবলের সর্বোচ্চ সংস্থা শনিবার বিষয়টি নিশ্চিত করেছে। গত সপ্তাহে সেরি আয় সাম্পদোরিয়ার বিপক্ষে ইউভেন্তুসের ৩-২ গোলে জয় পাওয়া ম্যাচে ঊরুতে চোট পান দিবালা। ওই ম্যাচে দলের প্রথম গোল করার পর অস্বস্তি অনুভব করায় কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ইউভেন্তুস ফরোয়ার্ড। ওই চোটের কারণেই গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে ১-০ গোলে ইউভেন্তুসের জয়ের ম্যাচে খেলতে পারেননি ২৭ বছর বয়সী ফুটবলার। তবে আন্তর্জাতিক সূচির আগে দিবালা সেরে উঠবে বলে আশায় ছিল আর্জেন্টিনা। তাই কাতার বিশ্বকাপ বাছাইয়ের আসছে তিন ম্যাচের জন্য গত সোমবার তাকে নিয়েই ৩০ জনের দল দেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে পাচ্ছে না দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ৮ থেকে ১৫ অক্টোবর আন্তর্জাতিক বিরতিতে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ প্যারাগুয়ে, উরুগুয়ে ও পেরু। দক্ষিণ আমেরিকার বাছাইয়ে ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। শতভাগ সাফল্যে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা