অনলাইন ডেস্ক :
ভারতের দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাস্তায় টহল দিচ্ছিলেন দিল্লি পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। সে সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একটি পিকআপ ভ্যানের চালকও। তাদের হাসপাতালে নেওয়ার পর ওই এসআইয়ের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, নিহত এসআইয়ের নাম গঙ্গাসরণ (৫৪)। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে পূর্ব দিল্লির পা-বনগরের কাছে এক্সপ্রেসওয়ে ধরে যাতায়াত করা গাড়িগুলোতে তল্লাশি চালাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার সহকারী উপপরিদর্শক (এএসআই) অজয় তোমর।
তখন ভোর সাড়ে ৫টা। তল্লাশি চালানোর সময় একটি পিকআপ ভ্যানকে দাঁড় করান গঙ্গাসরণ। পিকআপ ভ্যানের চালক রামগোপালও গাড়ি থেকে নেমে এসে রাস্তার পাশে দাঁড়ান। পিকআপ ভ্যানের কাগজপত্র পরীক্ষা করছিলেন এসআই গঙ্গাসরণ। সে সময় গাজিয়াবাদের দিক থেকে একটি গাড়ি দিল্লির সরাই কালে খানের দিকে যাচ্ছিল। সেই গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গঙ্গাসরণ ও রামগোপালকে পেছন থেকে ধাক্কা মারে। দুজনই ছিটকে পড়েন। গাড়িটি ধাক্কা মেরেই দ্রুতগতিতে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় গঙ্গাসরণ ও রামগোপালকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা গঙ্গাসরণকে মৃত ঘোষণা করেন। রামগোপালের অবস্থা আশঙ্কাজনক।
দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) অম্রুতা গুগুলোথ জানিয়েছেন, পিকআপ ভ্যানের কাগজপত্র পরীক্ষা করার সময় ঘটনাটি ঘটেছে। মৃত এসআই গঙ্গাসরণের পাঁচ সন্তান ও স্ত্রী রয়েছেন। অন্যদিকে পিকআপ ভ্যানের চালক রামগোপাল দিল্লির নাংলোইয়ের বাসিন্দা। এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সূত্র : আনন্দবাজার পত্রিকা
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২