November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 3rd, 2023, 8:04 pm

দুঃসবাদ পেলেন তাসকিন

অনলাইন ডেস্ক :

জন্মদিনে দুঃসবাদ পেলেন তাসকিন আহমেদ। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারবেন না এই ফাস্ট বোলার। পুরনো চোট আবার মাথাচাড়া দেওয়ায় ছিটকে গেলেন তিনি মিরপুর টেস্ট থেকে। তার জায়গায় সুযোগ পেলেন আরেক পেসার রেজাউর রহমান রাজা। চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিংয়ে সিরিজ সেরার স্বীকৃতি পান তাসকিন। পরে টেস্টের আগে মিরপুরে দুই দিনের অনুশীলনে তাকে বোলিং সেভাবে করতে দেখা যায়নি। সোমবার তার ২৮ বছর পূর্ণ হলো জীবনের ইনিংসে। এ দিনই স্ক্যান করিয়ে জানতে পারেন, আরেক দফা চোটে শেষ পর্যন্ত এই টেস্টে তার খেলা হচ্ছে না। ফিজিও বায়েজিদুল ইসলাম খান যা জানালেন, তাতে টেস্ট শেষে ঢাকা প্রিমিয়ার লিগেও আর এই মাসে আর মাঠে ফেরা হবে না তাসকিনের।”তাসকিনের এমআরআই করানো হয়েছে এবং তার শরীরে বাঁপাশে গ্রেড-২ স্ট্রেইন নিশ্চিত হওয়া গেছে।””এই ধরনের ইনজুরি কাটিয়ে উঠতে সাধারণত চার সপ্তাহের মতো সময় লাগে। এটির মানে, দুর্ভাগ্যজনকভাবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সে খেলতে পারবে না।” জাতীয় নির্বাচক হাবিবুল বাশার অবশ্য জানালেন, মূলত সতর্কতার কারণেই এই টেস্ট থেকে বাইরে রাখা হচ্ছে তাসকিনকে। “এখনও রিপোর্ট হাতে পাইনি আমরা। তবে যতদূর জানি, এটা ওর পুরনো চোট। সাইডস্ট্রেইন ক্যারি করছিল আগে থেকেই। টি-টোয়েন্টি সিরিজে তা আরও একটু বেড়েছে। চাইলে এই টেস্টেও ওকে খেলানো যেত। তবে সেক্ষেত্র আবার চোট বেড়ে গেলে লম্বা সময়ের জন্য বাইরে চলে যাওয়ার ঝুঁকি থাকত।” সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা পেসার বলা যায় তাসকিনকে। তিন সংস্করণের দলেই তিনি অপরিহার্য। তবে চোট তার পিছু লেগে আছে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর অনেক আগে থেকেই। গত দুই বছরে অবশ্য নিজেকে অনেকটাই বদলে ফেলে নতুন রূপে আবির্ভুত হয়েছেন তিনি। তবে এই অধ্যায়েও চোট হানা দিয়েছে বারবার। তাসকিনের বদলে দলে ফেরা রাজা বাংলাদেশের সবশেষ টেস্টের স্কোয়াডে ছিলেন। তবে না খেলেই তিনি বাদ পড়েছিলেন এই টেস্ট থেকে। তাসকিনের চোটের আবার তিনি ফিরতে পারলেন। ২০২১ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে প্রথমবার টেস্ট দলে সুযোগ পান রাজা। এরপর থেকে টেস্ট স্কোয়াডে ২৪ বছর বয়সী এই পেসার নিয়মিত মুখ হলেও এখনও অভিষেক হয়নি।