অনলাইন ডেস্ক :
দুই দিনের ভারত সফরে বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে গুজরাটের আহমেদাবাদে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এনডিটিভি জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী শুক্রবার (২২ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করবেন। দুই নেতার বৈঠকে পারস্পারিক বাণিজ্য এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে আহমেদাবাদ বিমানবন্দর থেকে তার হোটেলে রোডশো দিয়ে সফর শুরু করেন তিনি। শহরে তিনি গান্ধী আশ্রম পরিদর্শন করবেন। পরে গুজরাট বায়োটেকনোলজি ইউনিভার্সিটি, গান্ধীনগরের অক্ষরধাম মন্দির এবং ভাদোদরা শহরের কাছে হালোলে জেসিবি কোম্পানির একটি প্ল্যান্টে যাবেন। তিনি রাজ্যের নেতৃস্থানীয় ব্যবসায়ীদের সাথে একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। গত বুধবার জনসন জানান, তার এই সফরটি যুক্তরাজ্য-ভারত সম্পর্ককে আরও গভীর করবে।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু