অনলাইন ডেস্ক :
কয়েক মাস আগে নিউজিল্যান্ড ক্রিকেট দল পাকিস্তানে সফরে এসে না খেলেই চলে গিয়েছিল, এতে শঙ্কায় পড়েছিল পাকিস্তানের ক্রিকেট। তবে এই নিউজিল্যান্ডই আগামী মৌসুমে অর্থাৎ ২০২২-২৩ মৌসুমে দুইবার পাকিস্তানে সফর করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। পিসিবি জানায়, ২০২২ সালের ডিসেম্বরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে আসবে নিউজিল্যান্ড। এরপর ২০২৩ সালের এপ্রিলে কেন উইলিয়ামসনরা আবারো সফরে আসবে দশটি সীমিত ওভারের ম্যাচ খেলতে, যার মধ্যে আছে পাঁচটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি। গত ১৭ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানায়, কোনো ম্যাচ না খেলেই পাকিস্তান সফর বাতিল করে দেশে ফিরে যাবে কিউইরা। এতে প্রশ্ন উঠেছিল পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সামর্থ্য নিয়ে। তবে ওয়েস্ট ইন্ডিজের সফর দিয়ে ইতোমধ্যে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। এ ছাড়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডও তাদের পাকিস্তান সফরসূচি নিশ্চিত করেছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা