দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু হচ্ছে না। দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান ইউএনবিকে বলেন, ‘সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সরকার সার্বিক কোভিড পরিস্থিতি বিবেচনা করে অমর একুশে বইমেলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।‘
সাধারণত ফেব্রুয়ারিতে বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে তবে গত বছর করোনার কারণে ১৮ মার্চ থেকে শুরু হয়।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মরণে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বইমেলার আয়োজন করা হয়।
ঐতিহ্যবাহী অমর একুশে বইমেলা ১৯৭২ সালে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনানুষ্ঠানিকভাবে শুরু হয়।
১৯৭৮ সালে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমিকে মেলার সাথে সরাসরি সম্পৃক্ত করেন।
১৯৮৪ সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম