November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 1st, 2022, 6:48 pm

দুনিয়া মাতিয়ে এবার এনটিভিতে ‘কুরুলুস: উসমান গাজী’

অনলাইন ডেস্ক :

আনাতোলিয়া ছোট্ট একটি গ্রাম। এখানে কায়ী গোত্রের একদল মানুষ বসবাস করেন। কিন্তু তারা বাইজেন্টাইন সম্রাজ্য এবং মঙ্গল দস্যুদের হাতে নিষ্পেষিত। নির্যাতিত হতে হতে তারা একপর্যায়ে দিশেহারা হয়ে পড়েন। কায়ী গোত্রের প্রধান সুলেমান শাহ। তার পুত্র আরতুগ্রুল নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য লড়াই শুরু করেন। ভিত্তি স্থাপন করে উসমানি সম্রাজ্যের। আর তারই সু-পুত্র ওসমান তার বাবার অসমাপ্ত কাজকে পূর্ণাঙ্গরূপ দেওয়ার উদ্যোগ নেন। তিল তিল করে গড়ে তোলেন উসমানি সম্রাজ্য। ওসমান কীভাবে ন্যায় বিচারের এই সম্রাজ্য গড়েন তাই নিয়ে এগিয়েছে ‘কুরুলুস: উসমান গাজী’ ধারাবাহিকের কাহিনি। মেহমেদ রোজদাগ রচিত এ সিরিজ পরিচালনা করেছেন মতিন গুনাই। এটি তুরস্কের বেসরকারি টিভি চ্যানেল এটিভিতে প্রচার হয়েছে। এবার বাংলা ভাষায় ডার্বিং করে দেশের টিভি চ্যানেলে প্রচার হতে যাচ্ছে। আজ বুধবার রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে সিরিজটির প্রথম পর্ব। সপ্তাহের বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রোববার একই সময়ে প্রচার হবে ধারাবাহিকটি। সংকলিত মেগা পর্ব প্রচার হবে প্রতি শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে। বিশ্বের ৭৩টি দেশে প্রচারিত দর্শক নন্দিত এই সিরিজ ‘আন্তর্জাতিক ভেনিস টিভি অ্যাওয়ার্ড ২০২০’-এ সেরা সিরিজ নির্বাচিত হয়েছে। ইতোমধ্যে সিরিজটির বাংলা ডাবিং শেষ হয়েছে। এতে দেশের ৪৩ জনের বেশি কণ্ঠশিল্পী কাজ করেছেন।