November 22, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 11th, 2021, 7:03 pm

দুর্গাপূজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর ৬ দিন বন্ধ

ফাইল ছবি

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (১১ অক্টোবর) থেকে শনিবার (১৬ অক্টোবর) পর্যন্ত এ বন্দর দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চলবে।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ ও আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড, ইজারাদার প্রতিষ্ঠান আঁখি ট্রেড ইন্টারন্যাশনাল (এটিআই) লিমিটেড, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও শ্রমিক সংগঠনগুলোর যৌথসভায় দুর্গোসবের কারণে ছয় দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার (ইমিগ্রেশন চেকপোস্ট) অব্যাহত থাকবে।

পঞ্চগড় জেলা আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বাংলাবান্ধা স্থলবন্দর ছয় দিন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

–ইউএনবি